গাংনী প্রতিনিধি: বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের মেহেরপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব অনিক আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।
মোঃ জামিরুল ইসলামকে সভাপতি ও মোঃ সোহান আলীকে সাধারণ সম্পাদক করে নব গঠিত এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
এছাড়া মোঃ আবির কাইসার, শাকিল আহমেদ ও মোঃ জুয়েল রানা জনিকে সহ-সভাপতি; মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রেদানুর জামান ও মোঃ মফিজুল হক মাফিকে যুগ্ম-সাধারণ সম্পাদক; মোঃ আসলামুল ইসলাম, মোঃ শাওন আহমেদ ও মোঃ বিপ্লব হোসেনকে সাংগঠনিক সম্পাদক; রিদয় আহমেদকে দপ্তর সম্পাদক ও মুশফিকুর রহমান শান্তকে প্রচার সম্পাদক হিসেবে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে মোঃ সোহানুর রহমান নিঝুম, মোঃ মারুফ হোসেন, মোঃ আবু নাঈম, মোঃ হামিদুল ইসলাম, মোঃ আনিছুর রহমান ও মোঃ সোহানুর রহমানকে অন্তর্ভূক্ত করা হয়েছে।