মেহেরপুর টিভিঃ (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ।
আজ শুক্রবার দুপুরে মেহেরপুর কলেজ মোড়ে এসড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
প্রকল্পে প্রায় ৬৪৩ কোটি টাকার ব্যায়ে ৫৪ কিলোমিটার প্রস্থকরন করা হবে। এর মধ্যে প্রায় ৯ কিলোমিটার ৪ লেন সড়কের প্রস্থকরন করা হবে। এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সালের অক্টোবর মাসে।
উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাস্তাঘাট উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাস্তাঘাট উন্নতি হলে দেশের চিত্র পাল্টে যাবে যায়। উন্নয়নের মূল মন্ত্রই যোগাযোগ ব্যবস্থা। তিনি আরো বলেন বিএনপি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে ওদের দারাই উন্নয়ন সম্ভব না ওরা সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টিকারী। তিনি আরো বলেন এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারে চুরি-ডাকাতি সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ ওদের ধোকায় আর পা দেবে না।
সভাপতিত্ব করেন কুষ্টিয়া সার্কেল সওজ, সড়কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,
জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী প্রমুখ।