সোহেল রানা,কাথুলি প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার(২৯শে ডিসেম্বর) ১নং কাথুলী ইউনিয়ন এর ২নং ওয়ার্ড(গাড়াবাড়িয়া) উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৮.৩০ঘটিকায় কুতুবপুর স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে, এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করেন ২নং ওয়ার্ডবাসী।
উক্ত উপনির্বাচনে ইউনিয়ন পরিষদ সদস্য(মেম্বার) পদপ্রার্থী হিসেবে মোট ৪ জন অংশ গ্রহণ করেন।
১.মো: শাহারুল ইসলাম(ফুটবল)মার্কা
২.মো:মহব্বত আলী(তালা)মার্কা
৩.মো:জিনারুল ইসলাম(টিউবওয়েল) মার্কা।
৪.মোঃ রকিবুল ইসলাম (মোরগ)মার্কা।
আজ বিকেল ৪ঘটিকা পর্যন্ত ভোট প্রদান করা হয় এবং বিকেল ৫ঘটিকায় ফলাফল প্রকাশ করা হয়।
উক্ত নির্বাচনের ফলাফল,
মোহাম্মদ জিনারুল ইসলাম ( টিউবওয়েল) ১৩৪০
মোহাম্মদ মহাব্বত আলী ( তালা) ২৬৫
মোহাম্মদ রকিবুল ইসলাম ( মোরগ) ০২৫
মোহাম্মদ শাহারুল ইসলাম (ফুটবল) ৮৯৪
সর্বোচ্চ ভোট ১৩৪০টি(টিউবওয়েল মার্কা) ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ জিনারুল ইসলাম।
ফল প্রকাশনের পরপর টিউবওয়েল মার্কার সমর্থকরা আনন্দোৎসব করেন।
এরপর ১নং কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা নতুন ইউনিয়ন পরিষদ সদস্য(মেম্বার)জিনারুল ইসলাম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।