সোহেল রানা নিজস্ব প্রতিনিধি,কাথুলীঃ মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
৩০লক্ষ শহীদ ও ১লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ প্রায় দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙ্গালী জাতি ছিনিয়ে আনে মহান স্বাধীনতা।
তাই এইদিন টি বাঙ্গালী জাতির কাছে এক গৌরবময় দিন।সরকারী বেসরকারি ভাবে এইদিনকে নানাভাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
তার ধারাবাহিকতায় ১নং কাথুলি ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে মহান বিজয় দিবস ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো হয় ও ১মিনিট নিরবতা পালন করেন।
এই সময় উপস্থিত ছিলেন ১নং কাথুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ গোলজার হোসেন।কুতুবপুর স্কুল এন্ড কলেজের প্রধান অধ্যক্ষ মো: হাফিজুল রহমান,সহকারী অধ্যক্ষ মো: আমজাদ হোসেন, ১নং কাথুলি ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি শিপন আহম্মেদ,গাংনী উপজেলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম,প্রমুখ সহ আওয়ামীলীগ এর সকল নেতা কর্মীবৃন্দ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।