মেহেরপুরঃ সচিবালয়ে প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন প্রতিবাদে দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুরের সর্বস্ততের সাংবাদিকরা। এসময় তার নিঃশর্ত মুক্তির দাবি করেন সাংবাদিকরা।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উপদেষ্টা তুহিন আরণ্য, যুগ্ম সম্পাদক মাজেদুল হক মানিকসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম কে ৬ ঘন্টা অন্যায় ভাবে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে রোজিনার মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
মানববন্ধনে মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।