তৌহিদুল ইসলাম তুহিন: আমদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি বায়েজিদ আহমেদ সুইটের সহধর্মিনী নাদিয়া সুলতানা শান্তার জন্মদিন আজ।
তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পিতা কাজী হাসানুজ্জামান, মাতা রোকসানা পারভীন ও ননদ মানুর আহমেদ শ্রেয়া । শান্তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন
তৌহিদুল ইসলাম তুহিন ।
সহধর্মিনী শান্তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বায়েজিদ আহমেদ সুইট।