মোঃ বিপ্লব রেজাঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’ নির্দেশে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার ১১টার দিকে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ মাস্ক বিতরন কাজ শুরু করেন । মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী তানমুন ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ মাস্ক বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন করেন।
সভাপতি পদ প্রার্থী তানমুন ইসলাম বলেন, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নির্দেশে জনসাধারণের জন্য স্বেচ্ছায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এর আগেও আমরা মেহেরপুর সরকারি টেকনিক্যাল কলেজ সহ বিভিন্ন জায়গায় শতাধিক বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ করেছি এবং জনসাধারণ কে সচেতন করতে জনসচেতনতা মূলক প্রচার কাজ অব্যাহত রেখেছি । আজ তারই ধারাবাহিকতায় আমরা আজ মেহেরপুর জেলা ছাত্রলীগ এর সম্মানিত সভাপতি আব্দুল সালাম বাঁধন এর দিকনির্দেশনায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ এর পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে আমরা মাস্ক বিতরণ করছি। যত দিন এই করোনা ভাইরাস এর মহামারী সমাপ্তি না হচ্ছে ততদিন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ জনসাধারণের জন্য স্বেচ্ছায় কাজ করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগ সদস্য আসিক মাহমুদ সহ ছাএলীগ কর্মী ইমন, রিমন, মাইনুর শেখ বিপ্লব ।