মেহেরপুর টিভিঃ মহামারী করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি ও উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে আলোচিত ও সমালোচিত হয়েছে জনপ্রতিনিধিরা। ত্রাণ সামগ্রী আত্মসাতসহ নানা অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। এমন সমালোচনার মধ্যেও অনেক জনপ্রতিনিধিই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে করোনা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
করোনাভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই নিজের নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় পাশে ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। তিনি বাড়ি বাড়ি যেয়ে নিজ উদ্যোগে অসহায় মানুষের জন্য খাবার সামগ্রী নিজে পৌছে দিয়েছেন। দুঃস্থদের তালিকা তৈরি করে নিয়মিত খাদ্য সরবরাহ নিশ্চিত করেছেন। শুধু দুঃস্থ নয়, মধ্যবিত্ত ও যারা অভাবগ্রস্ত তাদেরও সহযোগিতা করেছেন পৌর মেয়র। তিনি সব সময় এলাকার মানুষের পাশে আছেন এই করোনার দুর্যোগময় মুহূর্তে। ১৩ হাজার মধ্যবিত্ত, দরিদ্র ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন শহর পিতা। করোনা ভাইরাসের প্রতিহত করতে ও হাত ধোয়ার জন্য শহরের গুরুত্বপূর্ণ ৬টি স্থানে হাত ধোয়ার ব্যায়াচিং বসিয়েছেন।
করোনা ভাইরাস সংক্রমণের সতর্কীকরণ- মাইকিং, হ্যান্ডবিল, মাস্ক, এবং বিভিন্ন প্রচার মাধ্যমে শহরবাসীকে সতর্ক করার অনুরোধ করছেন। এছাড়াও শহরের প্রতিটি রাস্তা, ওলি-গলি ও বাজারগুলোতে জীবানুনাশক স্প্রে করা সহ সতর্কতামুলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে পৌর মেয়র।
করোনা আক্রান্ত রুগীর সেবা দানের লক্ষ্যে মেহেরপুর পৌরসভার ১টি এ্যাম্বুলেন্স সবসময় রেডি রেখেছেন মেয়র। যতদিন মহামারি থাকবে ততদিন কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের বাসায় খাবার পৌছে দেয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী উপহার পৌর এলাকার ১০০০ পরিবারের মাঝে ১৫ কেজি করে চাউল ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের তালিকা করে তাদের মাঝে বিতরন করেছেন পৌর মেয়র।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, করোনা মাহামারী সংকটে সাধারণ কর্মজীবী মানুষের অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এসময় মানুষ কষ্টের মধ্যে দিনযাপন করছে। পৌরবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। সুযোগ করে দিয়েছেন মানুষের সেবা করার। তাই মহান আল্লাহপাকের ইচ্ছায় পৌরবাসীর এই দুঃসময়ে কিছুটা হলেও পাশে থেকে সেবা করার চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের তালিকা করে চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমাদের সবাইকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে থেকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।