মেহেরপুর টিভিঃ ঈদের আনন্দ ভাগাভাগি করতে মেহেরপুরের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও বেদে জনগোষ্ঠী সহ বিভিন্ন সম্প্রদায়ের গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মেহেরপুর জেলা পুলিশ।
শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে প্রায় তিনশ পরিবারের মাঝে চাল, পোলাও চাল, সেমাই,চিনি, তেল ও সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরণ কর হয়।
পুলিশ সুপার এসএম মুরাদ আলী উপস্থিত থেকে দরিদ্র অসহায় পরিবারের হাতে এ সকল খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, ডিবির ওসি জুলফিকার আলী, ডি আই,ও ওয়ান ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।