মোঃ বিপ্লব রেজাঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি নির্দেশে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ সোমবার বিকেলে মেহেরপুর কোট রোড এলাকায় মাস্ক বিতরণ করা হয়। সদর থানা ছাত্রলীগের সভাপতি বাইজিদ ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ এর নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।
থানা ছাত্রলীগের সভাপতি বাইজিদ বলেন, আমরা গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশ মোতাবেক জন-সাধারণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এই মহামারীতে আমরা অসহায় গরীব মানুষ এর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। বৃক্ষরোপণ , এবং করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে বিভিন্ন প্রচার কাজের পাশাপাশি মাস্ক বিতরণ করে চলেছি।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগ সদস্য আরিফুল ইসলাম আরিফ, তানমুন ইসলাম , আলিফ রহমান ও আসিক মাহমুদ ।