রেজাঃ ৩ দিন ব্যাপী মেহেরপুর জেলা ইজতেমাকে সফল ও সুন্দর করার লক্ষে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আরফা ডায়গোনিস্ট সেন্টার এর সৌজন্যে কলেজ ছাত্রলীগের কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিনের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ বলেন, জনপ্রসাশন মন্ত্রালয় এর প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মেহেরপুর এক আসনের সংসদ সদস্যর নির্দেশে আমরা সবসময় জনসাধারণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন প্রতি বছর আমাদের কলেজ মাঠে এই ঐতিহাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে সাধারণ মুসল্লীগণ এতে অংশগ্রহণ করেন। এখনও করোনা মহামারী যাইনি। তাছাড়া কেউ যদি অসুস্থ হয়ে পড়ে যাতে সে প্রাথমিক চিকিৎসা ও তাৎক্ষণিক ওষুধ পাই সে জন্য আমার এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করছি। এই সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সামিম রেজাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।