তৌহিদুল ইসলাম তুহিনঃ করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের অংশ হিসেবে শহরের প্রায় ৫ শতাধিক পথচারীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে কোভিড-১৯ স্বেচ্ছাসেবক কমিটি।চ্ছাসেবকরা জানায়, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নির্দেশনা ও অনুপ্রেরণায় কোভিড-১৯ স্বেচ্ছাসেবকরা জেলার করোনা ঝুঁকি কমিয়ে আনতে বিনামুল্যে মাস্ক বিতরণের এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
গতকাল মেহেরপুর শহরের কোর্ট এলাকায় অনুষ্ঠিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন।এ সময় মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও কোভিড-১৯ স্বেচ্ছাসেবক কমিটির কর্মকর্তা আদিব হোসেন আসিব, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, কোভিড-১৯ স্বেচ্ছাসেবক কমিটির সদস্য মোঃ আব্দুলাহ আল মামুন লিটিল, জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।