নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত জেলায় সর্বমোট ৫০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
করোনা পজেটিভ হওয়া ব্যাক্তিদের মধ্যে সদর উপজেলায় ৩ জন ও গাংনী উপজেলায় ১ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, শুক্রবার ৩২ টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকীগুলো নেগেটিভ।
শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত জেলায় সর্বমোট ৩৩৭৩ টি নমুনার ফলাফল এসেছে। এতে ৫০৯ টি নমুনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৬০ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৯১, গাংনী উপজেলায় ৪৭ এবং মুজিবনগর উপজেলায় ২২ জন করোনা পজেটিভ রোগী রয়েছে।
শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯৯ জন। সদর উপজেলায় ১৫৫ জন, গাংনী উপজেলায় ১২২ জন এবং মুজিবনগর উপজেলায় ২২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলার বাইরে ট্রান্সফার্ড হয়েছে ৩৫ জন রোগী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১১ জন।