মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মেহেরপুর জেলা শাখার সদস্যদের মাঝে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ সাইদুল হক সাঈদ এর অনুমোদনে এই রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করেন মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য, মেহেরপুর , জেলা শাখার উপদেষ্টা ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল।
এই সময় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি মোঃ ইউসুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লাদেন হোসেনকে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়।