তৌহিদুল ইসলাম তুহিনঃ
মেহেরপুরে স্যোসাল এইড এর সহযোগিতায় দুস্থের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিদর্শনায় ২’শ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর পক্ষে সাবেক ছাত্রনেতা ও মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন দুস্থদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
খাদ্য বিতরণকালে আমিনুল ইসলাম খোকন বলেন, কোভিড ১৯ করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের নেয় মেহেরপুর শহরেও কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে তারই পরিপেক্ষিতে কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবার। তাই তাদের মাঝে কিছু উপহার সামগ্রী বিতরণ করেছি।
এসময় খাদ্য সহায়তা হিসেবে নিম্নবিত্তদের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার তৈল ও ১ কেজি লবন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হাসান আসিফ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়সাল হাসান রকি, সেচ্চসেবক রবিন, শাওন প্রমুখ।