সেলিম মাহমুদ: রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো সম্ভব। স্বেচ্ছায় রক্তদানের চেয়ে চেয়ে বড় মানবতার কাজ আর কি হতে পারে! আর এজন্যই মেহেরপুরের কিছু যুবক স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে ও প্রয়োজনীয় রক্ত মানুষের কাছে পৌছে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্লাটফর্ম তৈরী করে। ফেসবুক গ্রুপ BLOOD DONATION GROUP IN MEHERPUR পাওয়া যাবে প্রয়োজনীয় রক্তের সন্ধান।
স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং অতিপ্রয়োজনে সহজে গ্রহীতাকে রক্তের সন্ধান দিতে গত ১৫ দিন যাবৎ কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। গত ১৫ দিনে এই গ্রুপের মাধ্যমে ৩০জন ডোনার সেচ্ছায় রক্তদান করেছে। গ্রুপটির মাধ্যমে রক্ত পেয়েছে অনেক মুমূর্ষু রোগী। এছাড়া যারা সেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক তাদের নাম ঠিকানা নিয়ে রেজিষ্ট্রেশন করে রাখছে সংগঠনের সদস্যরা। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন অভিনব এই ভার্চুয়াল ব্লাড ব্যাংক।
এই বিষয়ে গ্রুপের আ্যাডমিন জুয়ের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের গ্রুপের সদস্য প্রায় ১ হাজার। আমরা কিছু এডমিন এবং কিছু মোটারেটর নিয়ে কাজ করছি। এই গ্রুপের মাধ্যমে আমরা নিস্বার্থভাবে অসহায় মানুষের পাশে থাকতে চাই। আশাকরি ভবিষ্যতে অনেক মুমূর্ষু রোগীকে রক্তদান করে বাচিয়ে তুলতে পারবো।
এছাড়া তিনি জরুরি রক্তের প্রয়োজনে আমাদের গ্রুপে পোস্ট করার কিংবা অথবা 01882503766 এই নম্বর এ যোগাযোগ করতে বলেন।