মেহেরপুর টিভিঃ গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়াজুল আলমসহ নতুন করে মেহেরপুরে আরও তিনজনের করোনা সনাক্ত হয়েছে।
রবিবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন। করোনা পজেটিভ হওয়া অন্যরা হলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী মোঃ জাকির হোসেন ও মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের জেসমিন খাতুন।
সিভিল সার্জন নাসির উদ্দিন বলেন, রবিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ২২ টি রিপোর্ট আসে। ফলাফলে ৪টি নমুনা করোনা পজেটিভ হয়। এতে নতুন করে ৩ জন করোনা রোগী সনাক্ত হয়। বাকী ১টি নমুনা পুরাতন পজেটিভ কেইস এর ফলোআপ।
রবিবার সন্ধা পর্যন্ত মেহেরপুর জেলায় মোট ৩০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন এবং ৭ জন সুস্থ হয়েছেন।