নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে পাওয়ার ট্রিলার ও পাখি ভ্যানের সংঘর্ষে আহত হয়েছে পাঁচ জন। শনিবার দুপুরে বারাদি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। আহত পাখি ভ্যান চালক মনি ইসলাম বলেন, আমি যাত্রী নিয়ে বারাদি ফার্ম রোড এ যাচ্ছিলাম। এমন অবস্থা ট্রলিটি আমাদের পিছন থেকে ধাক্কা দেয়। ফলে আমি সহ আমার গাড়িতে থাকা স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী ভেন উল্টো আমারা সকলে ফার্ম এর ধান ক্ষেতে গিয়ে পরি। এই ঘটনায় পাঁচ জন আহত হন। ঘটনার খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস টিমের সদস্যরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত মেহেরপুর সরকারি জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি করায়। এই ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটেনি।