নিজস্ব প্রতিবেদক: দর্শনা থেকে দামুড়হুদা এবং মুজিবনগর হয়ে মেহেরপুর পর্যন্ত নতুন ব্রডগেজ রেললাইন নির্মানের সম্ভাব্যতা যাচাই ও বিশদ ডিজাইন শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জনপ্রাশাসন প্রতিমন্ত্রী বলেন, দর্শনা থেকে মেহেরপুর হয়ে কুষ্টিয়া পর্যন্ত ছয়টি রেলওয়ে স্টেশন তৈরীর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে তিনটা স্টেশন হবে মেহেরপুর জেলায়। তিনটি স্টেশনের একটি হবে বাগোয়ান ইউনিয়নে যার নাম করণ করা হবে মুজিবনগর রেলওয়ে স্টেশন। অন্য দুটি মোনাখালী ও মেহেরপুরের বাস টার্মিনালের পাশে হবে।
মন্ত্রী বলেন, কৃষক এর জমি ও সাধারণ মানুষের ঘর বাড়ি যাতে ভাঙা না পরে তার জন্য এই তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এই রেলওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হলে ব্যাপক হারে কর্মসংস্থান বাড়বে। আমাদের চারপাশে যারা বেকার যুবক আছেন তাদের নতুন কর্মসংস্থানের জায়গা তৈরি হবে এবং যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে।
এসময় অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, অবহিত করেন সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, প্রজেক্ট ডাইরেক্টর আসাদুল হক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমানের সঞ্চালনায় জুম এর মাধ্যমে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।