ডেস্ক রিপোর্টঃ মেয়র কাপ টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ৭ নং ওয়ার্ড টাইগার্স। বুধবার (১৬ই ডিসেম্বর) মুজিববর্ষ উপলক্ষে মেহেরপুর পৌরসভা আয়োজিত মেয়র কাপ টি-২০ ক্রিকেটের ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ ৩ নং ওয়ার্ড রাইডার্সকে ১৩১ রানে হারিয়ে বড় জয় তুলে নেয় ৭ নং ওয়ার্ড টাইগার্স।
এর আগে টসে জিতে প্রতিপক্ষ ৭ নং ওয়ার্ড টাইগার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান ৩ নং ওয়ার্ড রাইডার্স। টস হেরে ব্যাটিং এ নেমে শুরুটা ভালোই করেন অধিনায়ক নুরুল আশরাফ রাজিব ও কিপার ব্যাটসম্যান শাওন। ওভারের সাথে ব্যাটসম্যানদের নিয়মিত সাজঘরে যাতায়াত থাকলেও ৭ নং ওয়ার্ডের রানের চাকাকে থামাতে পারেনি ৩ নং ওয়ার্ডের বলাররা। জিকোর ২৮ বলে ৬০ রানের ঝরো ইনিংসে ভর করে ২০ ওভার শেষে ১৯০ রানের বিশাল টার্গেট দার করায় ৭ নং ওয়ার্ড টাইগার্স। বিশাল রান তারা করতে এসে প্রথম থেকেই নাজেহাল অবস্থায় ৩ নং ওয়ার্ড। ৭ নং ওয়ার্ডের বোলিং তোপের মুখে টিকতে পারেনি কোন ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের নিয়মিত যাওয়া আসায় মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় ৩ নং ওয়ার্ড রাইডার্স।
ফাইনাল ম্যাচে ২৮ বলে ৬০ রান করে ম্যান অব দা ম্যাচ হন ৭ নং ওয়ার্ড টাইগার্সের জিাকো। পৌর মেয়রের উদ্যোগে ৪ ডিসেম্বর থেকে মেহেরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ড নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের সেরা খেলোয়ারও হন জিকো।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের একান্ত উদ্যোগে পৌর এলাকার ৯ টি ওয়ার্ড নিয়ে প্রথমবারের মত আয়োজন করা হয় মেয়র কাপ টি-২০ ক্রিকেট-২০২০।
পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, পৌর এলাকার যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা। মেহেরপুরে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। খেলাধুলার দর্শক দিন দিন কমে যাচ্ছে। এই মেয়র কাপ টি-২০ ক্রিকেট মেহেপুরের ইতিহাসে সেরা টুর্নামেন্ট। মেহেরপুরের ইতিহাসে এমন বড় ও জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট এর আগে আয়োজিত হয় নি। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে পৌর এলাকার যুব সমাজের মধ্যে খোলাধুলার বিকাশ ঘটবে ইনশাল্লাহ।
খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলার চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম। ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে বিপুল পরিমান দর্শক উপস্থিত ছিল।