মেহেরপুরঃ মেহেরপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার রাত দশটার দিকে জেলা ছাত্রলীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।
সংগঠনটির মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ইউসুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সবুজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল জাহান শিশির, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের যুগ্ম সম্পাদক শুভ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আশিকুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক নাসিম আহাম্মেদসহ সংগঠনের নেতা-কর্মীরা।