তৌহিদুল ইসলাম তুহিন: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেছে মেহেরপুর জেলা পুলিশ।
শনিবার দুপুরে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালানো হয়। পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে থানার মোড়, বড় বাজার, কোর্ট রোড, মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্ক ইত্যাদি স্থানে এই সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সকলকে বাড়ির বাইরে আসার আগে মাস্ক পরিধান করার জন্য আহ্বান জানানো হয়।