মুজিবনগরঃ মাদক সেবনে প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাই্দুর রহমানকে। এ ঘটনায় গনপিটুনিতে নিহত হয়েছে মাদক সেবনকারী মনিরুল ইসলামও (২৮)। শনিবার (১২ মে) বেলা ১২ টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের একটি চায়ের দোকানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি সিআইডি ও পুলিশের একটি দল তদন্ত করছে।
খবর পেয়ে পুলিশ সুপার এস. এম মুরাদ আলী ও জেলা প্রশাসক ডঃ মুনছুর আলম খান ঘটনাস্থলে পরিদর্শন করেন।
পুলিশ সুপার এস.এম মুরাদ আলী জানান, যাদুখালি যতারপুর বট তলা মাঠের মোড়ে একটি চায়ের দোকানে গল্প করছিলেন সাইদুর, মনিরুলসহ আরোও বেশ কয়েকজন কৃষক। এ সময় মনিরুল গাঁজা সেবন করছিলো। মাদক সেবনে বাঁধা দেয় সাইদুর রহমান। তর্কে লিপ্ত হয় উভয়ে। এক পর্যায়ে মনিরুলের কাছে থাকা একটি হাসুয়া দিয়ে সাইদুরের গলায় কোপ দেয়। ঘটনাস্থলেই নিহত হয় সাইদুর। সেখান থেকে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে মনিরুল ইসলাম। গনপিটুনিতে সেও ঘটনাস্থলেই নিহত হয়।
জেলা প্রশাসক বলেন, সমাজে আর কোন মনিরুল তৈরি হতে দেওয়া যাবেনা। মাদক ব্যবসায়ীদের তালিকা করেে আইনের আওতায় আনা হবে।