নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে এক ভুয়া কবিরাজকে এক মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার তেরাইল গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাজিদ রহমান (২৪) নামের ওই ভুয়া কবিরাজ নাটোরের লালপুর থানার ইসলামপুর গ্রামের মাজদার রহমানের ছেলে।
জানাগেছে, ভুয়া কবিরাজ সাজিদ উপজেলার তেরাইল গ্রামের শশুর বকুলের বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে কবিরাজি ব্যবসা চালিয়ে আসছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে ভুয়া কবিরাজ সাজিদ রহমানের কাছে চিকিৎসা সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে বাংলাদেশ আয়ুর্বেদিক ও ইউনানী আইনে তাকে এক মাসের কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা আদায় করে জেল হাজতে প্রেরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান। গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।