বিপ্লব রেজাঃ বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন পালন করেছে জেলা ছাত্রলীগ। বুধবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে জেলা ছাত্রলীগের এ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধনের সভাপতিত্বে ও মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হসেন আসিফ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার বাইজিদ, গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবাল আহমেদ প্রমুখ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।