তৌহিদুল ইসলাম তুহিনঃ ঈদ উপলক্ষে মেহেরপুরে বিভিন্ন সম্প্রদায়ের দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ফ্রেন্ডস ৮৭ নামক একটি সংগঠন। শনিবার সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের প্রধান উপদেষ্টা জনপ্রশাসান প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নির্দেশনায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় তিন শতাধিক পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, সুজি, ডাল, দুধ, আটা, সাবান ও ভোজ্য তেল বিতরণ করে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম খোকন, উপদেষ্টা আলামিন হোসেন, সহ-সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য আব্দুল মান্নান, ফারুক হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে দরিদ্র অসহায় পরিবারের মাঝে এ সকল খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রী সংগ্রহে সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার আজিজুল হক, পুলিশ সুপার সোহেল রানা (স্বপন), সামসুল হুদা, নাহিদ, গোলাম সরোয়ারসহ ৮৭ এর বন্ধুরা।
সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম খোকন বলেন, বর্তমানে কাজ না থাকায় অনেকে অসহায় অবস্থায় দিন পার করছে। অনেকে বছরের একটা দিনে ঈদের বাজারও করতে পারে নি। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ।