নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরে ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মেহেরপুর থানাধীন রায়পুর গোরস্থান পাড়া থেকে মোঃ আব্দুল আলিম(৪৭) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক মোঃ আব্দুল আলিম কুষ্টিয়া জেলার মৃত আব্দুল মোমিনের ছেলে।
মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত ব্যাক্তি কুষ্টিয়া জেলার মৃত আব্দুল মোমিনের ছেলে মোঃ আব্দুল আলিম(৪৭)তার গ্রামের বাড়ি কালিশংকরপুর এলাকায়।
মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোঃ জুলফিকার আলী জানান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী স্যারের নির্দেশে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।