মো: বিপ্লব রেজা: মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নির্দেশনায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন্নেসা লতা, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে মেহেরপুর শহরের ১০৭৫ জন দুস্থ শিশুদের মাঝে পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্য প্রদান করা হয়েছে।