মোঃ বিপ্লব রেজাঃ মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক স্বাস্থ্য সহায়তা তহবিলের চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা বারটার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের বাসভবনে এক চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভিডিও কন্ফারেন্সিং এর মাধ্যমে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। চেক বিতরণ কার্যক্রমে ১৫ জন কে ৩০ হাজার টাকা করে, ৩৩ জন কে ৫০ হাজার টাকা করে, ১ জন কে ১ লক্ষ টাকা ও একজন কে ২ লক্ষ টাকা করে মোট ৫০ জনের মাঝে ২৪ লক্ষ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চেক বিতরণ তুলে দেন বড় বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ এর সভাপতি আদিব হোসেন আসিফ ও সাধারণ সম্পাদক একে কুতুব।