নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় মেহেরপুরের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মেহেরপুর স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা)।
শুক্রবার মেসডার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নাঈম এর মাধ্যমে সামাজিক সেচ্ছাসেবক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় মেসডার সদস্যদের মাধ্যমে ৫০০ পরিবারের মাঝে এ খাদ্য সমাগ্রী বিতরন করা হয়েছে।
বর্তমানে দেশে ১২টি শাখা নিয়ে সমগ্র অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মত বিষয়গুলো নিয়ে অতি গুরত্বপূর্ণ কর্মকান্ড পরিচালনা করে আসছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শুরু থেকেই করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকায় মেহেরপুরের বৃহত্তম ছাত্র সংগঠন মেহেরপুর স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশন ( মেসডা) এর মাধ্যমে মেহেরপুর জেলার অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিদ্যানন্দের এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে মেসডা পরিবারের সদস্যরা।
এছাড়া নিজ উদ্যোগেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে মেসডা। মেসডার কর্মীদের কাছ থেকে সংগৃহীত টাকা দিয়ে জেলার তিনটি উপজেলার ২০০শতাধিক গ্রামের অসহায় পরিবারের কাছে খাদ্য সহায়তা প্রদান করেছে সংগঠনটি। এছাড়া রমজান মাসে শহরের প্রতিটি ওয়ার্ডে সাধ্যমত খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরন করেছিল মেসডা। ঈদুল ফিতরকে কেন্দ্র করে সংগঠনটির পক্ষ থেকে জেলার ৩২টি গ্রামের ৩০০ অসহায় দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মেসডা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাব্বির গত দুই মাস ধরে শহর ও আশে পাশের এলাকার পরিচিত জনের আর্থিক সহযোগিতায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে আসছে। এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও মাস্ক বিতরণ এবং ব্যানার প্রতিস্থাপন, জীবানু নাশক স্প্রে কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে চলেছে মেসডা।