নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরে সামাজিক দূরত্ব মেনে নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা আইনজীবী ভবনের সামনে সামজিক দূরত্ব মেনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মারুফ আহম্মেদ বিজন, সাধারন সম্পাদক এ্যাড. আবু সালেহ নাসিম সহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা মানবন্ধনে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, ৩১ মে পর্যন্ত ভার্চুয়াল কোর্টের মাধ্যমে আদালত পরিচালনার জন্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক আদালত পরিচালিত হয়ে আসছে। ভার্চুয়াল আদালতের মেয়াদ আবারো বাড়িয়ে জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত করা হয়েছে। এই আদালতের মাধ্যমে অনেক ক্ষেত্রেই অসুুবিধার সন্মুখীন হচ্ছেন আইনজীবীরা। তাই ১৫ জুনের পরে এই ভার্চুয়াল কোর্র্টের মেয়াদ না বাড়ানোর জন্য দাবি জানান জেলার আইনজীবীরা।