নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত জেলায় সর্বমোট ৫৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
করোনা পজেটিভ হওয়া ব্যাক্তিদের মধ্যে মুজিবনগর উপজেলায় ৪ জন ও গাংনী উপজেলায় ৩ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, বুধবার ৪৬ টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৭জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকীগুলো নেগেটিভ।
বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত জেলায় সর্বমোট ৩৫৫৬ টি নমুনার ফলাফল এসেছে। এতে ৫৪৮ টি নমুনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১০৯ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৪৮, গাংনী উপজেলায় ৩৮ এবং মুজিবনগর উপজেলায় ২৩ জন করোনা পজেটিভ রোগী রয়েছে।
বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮৫ জন। সদর উপজেলায় ২১২ জন, গাংনী উপজেলায় ১৪৪ জন এবং মুজিবনগর উপজেলায় ২৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলার বাইরে ট্রান্সফার্ড হয়েছে ৩৭ জন রোগী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১২ জন।