নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে নতুন করে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার সন্ধা সাড়ে সাতটা পর্যন্ত জেলায় সর্বমোট ৪৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
করোনা পজেটিভ হওয়া ব্যাক্তিদের মধ্যে সদর উপজেলায় ৩০ জন, গাংনী উপজেলায় ১৫ জন ও মুজিবনগর উপজেলায় ১ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, সোমবার ১৫৭টি নমুনার ফলাফল এসেছে এর মধ্যে ৪৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকীগুলো নেগেটিভ।
সোমবার সন্ধা সাতটা পর্যন্ত জেলায় সর্বমোট ৩১৬৬ টি নমুনার ফলাফল এসেছে। এতে ৪৫৫ টি নমুনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৫৫ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৯১, গাংনী উপজেলায় ৪৯ এবং মুজিবনগর উপজেলায় ১৫ টি করোনা পজেটিভ রোগী রয়েছে।সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫৮ জন। সদর উপজেলায় ১৩৩ জন, গাংনী উপজেলায় ১০৩ জন এবং মুজিবনগর উপজেলায় ২২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।জেলার বাইরে ট্রান্সফার্ড হয়েছে ২৯ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১০ জন।
গত বৃহস্পতিবার ও শুক্রবার কোন নমুনার ফলাফল আসেনি। শনিবার ৭ টি নমুনার ফলাফল আসলেও সবগুলো নেগেটিভ হয়। গত রবিবারও কোন ফলাফল আসেনি।