নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে নতুন করে ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধা ছয়টা পর্যন্ত জেলায় সর্বমোট ৪৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
করোনা পজেটিভ হওয়া ব্যাক্তিদের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, গাংনী উপজেলায় ৩ জন ও মুজিবনগর উপজেলায় ২ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ৮০টি নমুনার ফলাফলের মধ্যে ২৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকীগুলো নেগেটিভ।
মঙ্গলবার সন্ধা ছয়টা পর্যন্ত জেলায় সর্বমোট ৩২৪৬ টি নমুনার ফলাফল এসেছে। এতে ৪৮৩ টি নমুনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৭৩ জন। এদের মধ্যে সদর উপজেলায় ১১০, গাংনী উপজেলায় ৪৬এবং মুজিবনগর উপজেলায় ১৭ টি করোনা পজেটিভ রোগী রয়েছে। মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৭ জন। সদর উপজেলায় ১৩৬ জন, গাংনী উপজেলায় ১০৯ জন এবং মুজিবনগর উপজেলায় ২২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলার বাইরে ট্রান্সফার্ড হয়েছে ২৯ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১০ জন।