নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত জেলায় সর্বমোট ৫১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
করোনা পজেটিভ হওয়া ব্যাক্তিদের মধ্যে মুজিবনগর উপজেলায় ১ জন ও গাংনী উপজেলায় ৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, শনিবার ২৬ টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকীগুলো নেগেটিভ।
শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত জেলায় সর্বমোট ৩৩৯৯ টি নমুনার ফলাফল এসেছে। এতে ৫১৪ টি নমুনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৪৬ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৮৭, গাংনী উপজেলায় ৪৩ এবং মুজিবনগর উপজেলায় ১৬ জন করোনা পজেটিভ রোগী রয়েছে।
শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৮ জন। সদর উপজেলায় ১৫৯ জন, গাংনী উপজেলায় ১৩০ জন এবং মুজিবনগর উপজেলায় ২৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলার বাইরে ট্রান্সফার্ড হয়েছে ৩৫ জন রোগী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১১ জন।