নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে জেলা পুলিশের উদ্যোগে করোনা সর্তকতামূলক অভিযান ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় মাস্ক বিতরণ করে জেলা পুলিশের সদস্যরা।
এ সময় পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকা এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে মাস্ক ছাড়া অসচেতনভাবে রাস্তায় ঘোরাঘুরি করলে আইনত ব্যবস্থা নেওয়ার হবে বলেও সতর্ক করা হয়।