নিজস্ব প্রতিবেদতক: করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের জন সাধারণকে আগ্রহী করতে মেহেরপুর জেলা পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক অভিযান পরিচালনা করেছে।
সোমবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে রাস্তায় চলাচলকারী জনসাধারণকে করোনা ভাইরাসের বিস্তার রোধে করনীয় সম্পর্কে সচেতন ও মাস্ক বিতরণ করেছে ।
এ সময় পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকা এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে মাস্ক ছাড়া অসচেতনভাবে রাস্তায় ঘোরাঘুরি করলে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।