মেহেরপুর জেলা ছাত্রলীগের গঠিত কোভিড-১৯ সেচ্ছাসেবক ইউনিটের সদস্যরা করোনার ভ্যাক্সিনের ফ্রি রেজিষ্ট্রেশন ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছেন। ইউনিটের আহ্বায়ক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল ও সদস্য সচিব গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর নির্দেশনায় সাধারণ জনগনের সেবাই নিয়োজিত আছে এই ইউনিটের সদস্যরা।
এ কর্মসূচিতে উপস্থিত থেকে পরিচালনা করছেন, সেচ্ছাসেবক ইউনিটের সদস্য ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সাহাবুল ইসলাম শুভ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর জামান নীরব, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন, সাহারবাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন হোসাইন সহ ছাত্রলীগের নেতাকর্মী।