মোঃ বিপ্লব রানাঃ মেহেরপুরে ছাত্রলীগের উদ্যোগে দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নির্দেশে শনিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৯৫০ দুস্থ ব্যাক্তির মাঝে ১৫ কেজি করে চাল এবং ৩০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ ও সাধারণ সম্পাদক একে কুতুব এই কার্যক্রমের তদারকি করেন। এসময় জেলা প্রশাসক আতাউল গনি উপস্থিত ছিলেন।