গাংনী প্রতিনিধিঃ ‘‘শেখ হাসিনার আহবান, ঘরে ঘরে গাছ লাগান’’ এ প্রতিপাদ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসীর জামান মৃদুল এর উদ্যোগে আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭১শ’ গাছের চারা জনগণের মাঝে বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বুধবার বিকেলে গাংনী বাজার বাসস্ট্যান্ডে শহীদ রেজাউল চত্বরে বাংলাদেশ,ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান (মনি) মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল বাশার, বামন্দী ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল,কাথুলী ইউনিয়নের আঃ লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,উপজেলা ছাত্রলীগের নেতা আমিনুল ইসলাম সেন্টু, শিশির, মাজিদুল, শাহীন রেজাসহ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।