মোঃ বিপ্লব রেজাঃ মেহেরপুরে ছহিউদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে ছহিউদ্দিন ডিগ্রি কলেজ রোডে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র নির্দেশনোয় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও এসময় করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করতে প্রচার প্রচারণা চালানো হয়।
ছহিউদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতিপ্রার্থী মোঃ রুদ্র ও সাধারণ সম্পাদক এস এম রাতুল বলেন আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশ জনসাধারণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তাদের সচেতনতা লক্ষে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি করেছি প্রচার কাজ করছি । মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ এর সহায়তায় আমার জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি । যত দিন এই মহামারী শেষ না হওয়া পর্যন্ত আমরা আমরা স্বেচ্ছায় জনসাধারণের জন্য কাজ করে যাবো।
এসময় মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফসহ ছহিউদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।