নিজস্ব প্রতিবেদকঃ
মেহেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কাথুলী বেড়পাড়া থেকে মোহাম্মদ বাঁশি (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে মেহেরপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাঁশি গাংনী থানার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত হেমাজুদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে । তার বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টের আরো একটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।