মেহেরপুর টিভিঃ মেহেরপুরে এক স্বামী পরিত্যক্ত মহিলাকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে শাকিল, আমিন উদ্দিনের ছেলে রাব্বি এবং আনারুলের ছেলে ইমরান।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মে (শুক্রবার) সন্ধায় স্বামী পরিত্যক্ত ওই মহিলা এক আত্মীয়ের সাথে দেখা করতে আসে। ফেরার পথে তিন যুবক তাকে জোড় পূর্বক ধরে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ করে। ধষর্ণের শিকার ওই মহিলা গাংনী উপজেলার বাশবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পরে ধর্ষিত ওই মহিলা মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ শাহ্ দারা খান জানান, বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার আসামীদেরকে গ্রেফতার করা হয়। আসামীগণ সকলেই মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার বাসিন্দা। আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।