নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিদের্শেনায় মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সদর উপজেলা কৃষক লীগ।
শনিবার সকালে মেহেরপুর শহরের দিঘিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, যুবলীগ নেতা রাহিনুজামান পোলেনসহ চিকিৎসক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় তিনশত গরিব-অসহায় মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, ওষূধ, মাস্ক ও সাবান প্রদান করা হয়।