মেহেরপুর টিভি: করোনা ভাইরাস সম্পর্কে মেহেরপুরের মানুষকে সচেতন করতে প্রচারণায় নেমেছে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের নির্দেশনায় সোমবার সকাল সাগে নয়টার দিকে শহরের কমিউনিটি সেন্টার থেকে ১৮ টি ইজিবাইকের মাধ্যমে এ প্রচারণার উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন।
এ সময় সেখানে উপস্থিত ছিলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন বুলবুলসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সাধারণ মানুষকে সচেতন করতে জেলার ১৮ টি ইউনিয়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একযোগে চলবে এ প্রচারনা।