নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক আব্দুল মহি লাল্টু (৬৫) মৃত্যুবরণ করেছেন।
শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত লাল্টু মেহেরপুর শহরের নতুন পাড়ার মৃত মোহর আলী মুক্তারের ছেলে।
জেলা সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন জানান, গত শুক্রবার লাল্টুর করোনা সনাক্ত হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সে মারা যায়।