ডেস্ক রিপোর্ট: নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টা পর্যন্ত জেলায় সর্বমোট ৫২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
করোনা পজেটিভ হওয়া ব্যাক্তিদের মধ্যে মুজিবনগর উপজেলায় ১ জন ও সদর উপজেলায় ৩ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, সোমবার ১১ টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকীগুলো নেগেটিভ।
সোমবার রাত সাড়ে নয়টা পর্যন্ত জেলায় সর্বমোট ৩৪৫৭ টি নমুনার ফলাফল এসেছে। এতে ৫২৬ টি নমুনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১২১ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৬৩, গাংনী উপজেলায় ৪১ এবং মুজিবনগর উপজেলায় ১৭ জন করোনা পজেটিভ রোগী রয়েছে।
সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫৪ জন। সদর উপজেলায় ১৮৯ জন, গাংনী উপজেলায় ১৩৭ জন এবং মুজিবনগর উপজেলায় ২৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলার বাইরে ট্রান্সফার্ড হয়েছে ৩৬ জন রোগী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১১ জন।