নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা সাতটা পর্যন্ত জেলায় সর্বমোট ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন। করোনা পজেটিভ হওয়া ওই ব্যাক্তি গাংনী উপজেলার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার ৩৩ টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকীগুলো নেগেটিভ।
বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত জেলায় সর্বমোট ৩৫৮৯ টি নমুনার ফলাফল এসেছে। এতে ৫৪৯ টি নমুনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৯২ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৩৯, গাংনী উপজেলায় ৩০ এবং মুজিবনগর উপজেলায় ২৩ জন করোনা পজেটিভ রোগী রয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০২ জন। সদর উপজেলায় ২২১ জন, গাংনী উপজেলায় ১৫২ জন এবং মুজিবনগর উপজেলায় ২৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলার বাইরে ট্রান্সফার্ড হয়েছে ৩৮ জন রোগী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১২ জন।