নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত জেলায় সর্বমোট ৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
করোনা পজেটিভ হওয়া ব্যাক্তিদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, মুজিবনগর উপজেলায় ২ জন ও গাংনী উপজেলায় ৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার ৫৩ টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ১৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকীগুলো নেগেটিভ।
মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত জেলায় সর্বমোট ৩৫১০ টি নমুনার ফলাফল এসেছে। এতে ৫৪১ টি নমুনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১২৫ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৬৩, গাংনী উপজেলায় ৪৩ এবং মুজিবনগর উপজেলায় ১৯ জন করোনা পজেটিভ রোগী রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬৩ জন। সদর উপজেলায় ১৯৭ জন, গাংনী উপজেলায় ১৩৭ জন এবং মুজিবনগর উপজেলায় ২৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলার বাইরে ট্রান্সফার্ড হয়েছে ৩৭ জন রোগী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১১ জন।