মেহেরপুর টিভিঃ মেহেরপুরের গাংনীতে নতুন করে আরও দুই করোনা রোগী সনাক্ত হয়েছে। শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্তরা হলেন গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের দুলাল হোসেন এবং একই উপজেলার সাহারবাটি গ্রামের আল আমিন।
সিভিল সার্জন মোঃ ডা. নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে ওই দু-জনের করোনা পজেটিভ হয়। আক্রান্তরা বর্তমানে হোম আইসোলেশনে আছে। আক্রান্ত ব্যাক্তির সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যাক্তিদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪১ টি নতুন রিপোর্ট আসে। যার মধ্যে ২ জন করোনা পজেটিভ এবং বাকিগুলো নেগেটিভ। এপর্যন্ত সর্বমোট ৭২৩ টি পরীক্ষার ফলাফল এসেছে। জেলায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১০।